Gban'S & You Banner Image

টেস্টে টানা ২য় বারের মতো আয়ারল্যান্ডকে বাংলাওয়াশ টাইগারদের!

Spread the love
তাইজুল ও মুরাদের আইরিশ বধ

আয়ারল্যান্ডের অষ্টম উইকেটে কার্টেস কেমফোরের (৭১) ও চতুর্থ উইকেটে হ্যারি ট্রাক্টররের (৫০) এর অপ্রতিরোধ্য ব্যাটিংয়েও আয়ারল্যান্ড শেষ রক্ষা করতে পারলো না।
তবে অনেক আগে থেকেই আইল্যান্ডকে অনেকটা দ্রুতই অলআউট করে দেয়া যেত। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর অদূরদর্শিতার জন্য আয়ারল্যান্ডকে অলআউট করতে কিছুটা হলেও বাংলাদেশকে অনেকটা দেরি করতে হলো। মাঝখানের ওভার গুলোতে আয়ারল্যান্ডকে একটু ভিন্ন বোলিং উপহার দেওয়ার জন্য কিছুসময়ের জন্য ইবাদত হোসেন ও খালিদ আহমেদকে বোলিংয়ে নিয়ে আসতেই পারতো। কিন্তু মিরপুর মানেই স্পিন উইকেট এই চিন্তা থেকে মুক্ত হতে না পারায় বেশ দীর্ঘ সময় বাকি স্পিনারদের দিয়ে বল করিয়েছে। যার ফলে উইকেট পেতেও অনেকটাই সময় লেগেছে।

মুরাদের আইরিশ বধ

যাইহোক, সর্বশেষে বাংলাদেশ জিতেছে এবং এক্ষেত্রে বোলার মুরাদের শেষে এসে পর পর দুই উইকেট নেওয়ার ভূমিকা অপরিসীম। এটি বাংলাদেশের অষ্টম টেস্ট সিরিজ জয়। এর আগে জিম্বাবুয়ের বিরুদ্ধে ৫টি, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি করে টেস্ট সিরিজ জিতেছিলো বাংলাদেশ।
সর্বোপরি, টেস্টে এটি বাংলাদেশের চতুর্থ বাংলাওয়াশ। দুইবার করে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Like

Categories

Recent Posts