
মিতুল মার্মার বারবার পড়ে যাওয়া কি তাহলে বাঁচালো?
ভারতের বিপক্ষে বাংলাদেশের ফুটবল ম্যাচে, বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা শেষ মুহূর্তে গিয়ে বারবার পড়ে যাওয়া এটা কি বাংলাদেশের গোল খাওয়ার হাত থেকে কি বাঁচাতে পারলো।
উত্তর হলো হ্যাঁ কিছুটা হলেও বাঁচিয়েছে বা ভারতের আক্রমণ এর পরিমাণ কিছুটা শিথিল করেছে। অনেক অংশেই দেখা যায়, এমনকি ধারাভাষ্য কারো বলছিলেন যে মিতুল মারমা যেভাবে অস্বাভাবিকভাবে পড়ে গিয়ে যে পা ব্যথার যে নাটকটা করছিলেন বাস্তবে ওটা ওরকম কিছু ছিলই না। কিন্তু তা সত্ত্বেও এটা একটা কারণ করার কারণ কৌশলগত ছিল যাতে ভারতের আক্রমণ ভাগ বারবার আঘাত না করতে পারে।
এমনকি খেলার একদম শেষের ১০-১৫ মিনিটে, মিতুল বারবার বারবার পড়ে যাওয়াটা ভারতের আক্রমণ অনেক ধীরগতি করে দিচ্ছিল যার ফলস্বরূপ ম্যাচটা বাংলাদেশের পক্ষে এসেছে।
