Gban'S & You Banner Image

মিতুল মারমার বার বার পরে যাওয়া কি কোনো কৌশল ছিলো?

Spread the love
শেষদিকে মিতুল মারমা বার বার পড়ে যায়

মিতুল মার্মার বারবার পড়ে যাওয়া কি তাহলে বাঁচালো?
ভারতের বিপক্ষে বাংলাদেশের ফুটবল ম্যাচে, বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা শেষ মুহূর্তে গিয়ে বারবার পড়ে যাওয়া এটা কি বাংলাদেশের গোল খাওয়ার হাত থেকে কি বাঁচাতে পারলো।
উত্তর হলো হ্যাঁ কিছুটা হলেও বাঁচিয়েছে বা ভারতের আক্রমণ এর পরিমাণ কিছুটা শিথিল করেছে। অনেক অংশেই দেখা যায়, এমনকি ধারাভাষ্য কারো বলছিলেন যে মিতুল মারমা যেভাবে অস্বাভাবিকভাবে পড়ে গিয়ে যে পা ব্যথার যে নাটকটা করছিলেন বাস্তবে ওটা ওরকম কিছু ছিলই না। কিন্তু তা সত্ত্বেও এটা একটা কারণ করার কারণ কৌশলগত ছিল যাতে ভারতের আক্রমণ ভাগ বারবার আঘাত না করতে পারে।
এমনকি খেলার একদম শেষের ১০-১৫ মিনিটে, মিতুল বারবার বারবার পড়ে যাওয়াটা ভারতের আক্রমণ অনেক ধীরগতি করে দিচ্ছিল যার ফলস্বরূপ ম্যাচটা বাংলাদেশের পক্ষে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ভারতের বিপক্ষে জয়ে ফিফা রাঙ্কিংএ বড় লাফ বাংলাদেশের!

Wed Nov 19 , 2025
Spread the love  এএফসি কোয়ালিফায়ারে ১-০ তে বাংলাদেশ ভারতের বিপক্ষে ম্যাচ জেতার পর ফিফা র‌্যাঙ্কিং: ১৮ই নভেম্বর বাংলাদেশ যখন ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারায়, তখন শুধু ২২ বছরের কাঙ্ক্ষিত আনন্দ নয় তার সাথে আরও একটি জায়গায় পরিবর্তন দেখা যাবে – সেটি হলো ফিফা র‍্যাঙ্কিং।এই বিশ্লেষণটি সম্পূর্ণভাবে ফিফার সর্বশেষ Elo-ভিত্তিক SUM […]
Bangladesh improves 4 places in FIFA rankings after win against India

You May Like

Categories

Recent Posts