Gban'S & You Banner Image

মুস্তাফিজুর আইপিএলে বিক্রি হলেন এযাবৎকালের সবথেকে বেশি রেকর্ড দামে!

Spread the love
রেকর্ড দামে মুস্তাফিজুর
আইপিএল ইতিহাসে বাংলদেশের হয়ে রেকর্ড দামে বিক্রি মুস্তাফিজুর

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সব থেকে গৌরবময় ইতিহাস আজ। মুস্তাফিজুর রহমান আইপিএলে বিক্রি হলেন এযাবৎকালের সবথেকে বেশি রেকর্ড দামে!

সেই অঙ্কটি কত?

শুনলে চমকে যাবেন!

রেকর্ড ৯.২০ কোটি রুপিতে।

আজ আইপিএল নিলামে বাংলাদেশের তারকা বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানকে ভারতীয় মুদ্রা ৯.২০ কোটি রুপি দিয়ে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। এই দামের মাধ্যমে আইপিএলের নিলামে তিনি হয়ে উঠলেন সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বাংলাদেশি ক্রিকেটার

নিলামের শুরু থেকেই মোস্তাফিজকে ঘিরে ছিল প্রবল আগ্রহ। একাধিক ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস (CSK)ডেলহি ক্যাপিটালস (DC) তাকে দলে নিতে আগ্রহ দেখায় এবং মুহূর্তেই শুরু হয় টানটান বিডিং যুদ্ধ। শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সই সবচেয়ে বেশি দর হাঁকিয়ে তাকে নিজেদের স্কোয়াডে ভেড়াতে সক্ষম হয়।

মোস্তাফিজুর রহমান, যিনি ক্রিকেট বিশ্বে “দ্য ফিজ” নামে পরিচিত, তার অনন্য কাটার, স্লোয়ার এবং ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে তার বোলিং অনেক বড় বড় ব্যাটসম্যানের জন্যই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই অভিজ্ঞতা ও দক্ষতাই কেকেআরের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

এই নিলাম শুধু মোস্তাফিজের ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশ ক্রিকেটের জন্যও একটি বড় মাইলফলক। আইপিএলের মতো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে একজন বাংলাদেশি ক্রিকেটারের এমন উচ্চমূল্যে বিক্রি হওয়া প্রমাণ করে, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের খেলোয়াড়দের গ্রহণযোগ্যতা ও গুরুত্ব ক্রমেই বাড়ছে।

কেকেআরের জার্সিতে মোস্তাফিজ কীভাবে নিজেকে মেলে ধরেন, সেটাই এখন দেখার অপেক্ষা। তবে একটি বিষয় নিশ্চিত — এই নিলাম বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য গর্বের, আনন্দের এবং অনুপ্রেরণার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Happy new year 2026 images to wish

Thu Jan 1 , 2026
Spread the loveHappy New Year 2026!I know you’re happy and you want to make your closest ones also happy by wishing.This is why here’s the collection for you! Below, we provided some of the best Happy New Year 2026 images just for you.   
Happy new year 2026 images

You May Like

Categories

Recent Posts